বগুড়া-৪ আসনে হিরো আলমের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে জানা গেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজারে এ ঘটনা ঘটে।

হিরো আলম বলেন, মুরাদপুর বাজারে গণসংযোগ করতে গেলে নৌকার সমর্থকরা বাধা দেয়। এ বাজারে নৌকা ছাড়া কোনো প্রার্থীর গণসংযোগ করতে দেওয়া হবে না বলে ধাক্কা দিয়ে মোবাইল ছিনিয়ে নিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, আমার জানা মতে ওই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নয়। তারা এমপি প্রার্থী তানসেনের অনুসারী হতে পারে।

তবে বগুড়া-৪ আসনের নৌকার প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। তার অভিযোগ সঠিক নয়। এ ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি।

এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।