রূপগঞ্জে পুড়ে ছাই টেক্সটাইল মিলের গোডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৪ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচ এস টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে কারখানার কেমিক্যাল গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার তারাবো পৌরসভার আরিয়াব এলাকার এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস, ডেমরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ এইচ এস টেক্সটাইল মিলের কেমিক্যাল গোডাউনে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা কারখানার পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস, ডেমরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট উপস্থিত হয়। সেই সঙ্গে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।