ব্রাহ্মণবাড়িয়া-৫

নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুমিনুল হক সাঈদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী একেএম মুমিনুল হক সাঈদ। রোববার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগ প্রার্থী ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

মুমিনুল হক সাঈদ বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। 

সাঈদ বলেন, আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য শেখ হাসিনার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া-৫ এ স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু এরইমধ্যে আপনারা সবাই দেখছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ এর নির্বাচন বর্তমানে নৌকা, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, বিএনএম এবং সুপ্রিম পার্টির প্রার্থীদের পদচারণায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। তাই নৌকার ভোটারদের বিভক্ত না করে নৌকাকে বিজয়ী করাটাই আমার দায়িত্ব। সে কারণে আওয়ামী লীগ প্রার্থী ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিতেই নির্বাচন থেকে সরে এসেছি। আপামর জনতার সঙ্গে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

তিনি বলেন, কোনো ভয়ভীতি বা দলীয় চাপের মুখে আমি নির্বাচন থেকে সরে যাইনি। দলকে ভালোবাসি, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। রাজনীতিতে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে আমার, সে কারণেই দলের সঙ্গেই থাকতে চাই।

নির্বাচন থেকে সরে যাচ্ছি মানেই দূরে চলে যাচ্ছি তা নয়, এলাকার মানুষের পাশে অবশ্যই থাকবো। আসন্ন নির্বাচনে ভেদাভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান সাঈদ।

সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ আসনটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল, জাতীয় পার্টির মোবারক হোসেন দুলু, ইসলামী ঐক্যজোটের মেহেদী হাসান, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জামাল সরকার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কদ্দুস ও তৃণমূল বিএনপির মুফতী হাবিবুর রহমান।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।