ফরিদপুর-৪

এসপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ কাজী জাফরউল্যাহর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরের পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ফরিদপুর-৪ আসনে নৌকার প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্যাহ।

সদরপুরে এক নির্বাচনী সভায় বক্তব্যকালে তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট নই, ফরিদপুরের এসপি চান না এখানে নৌকা জয়ী হোক। তিনি চান না সদরপুর-ভাঙ্গায় নৌকা জিতুক। টাকার জন্য তিনি নৌকা হারাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়েছেন।’

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কাজী জাফর উল্যাহ নিজ গ্রাম ভাঙ্গার কাউলীবেড়া থেকে নেতাকর্মী পরিবেষ্টিত অবস্থায় গাড়িযোগে সদরপুরে পৌঁছে গণসংযোগ শুরু করেন।

কাজী জাফর উল্যাহ বলেন, আমি সন্তুষ্ট নই। কারণ আমি দেখছি সদরপুরে খুন-রাহাজানি হচ্ছে। সদরপুরের চর বলাশিয়ায় নৌকার এক কর্মীকে কোপ দিয়ে মাথা দুই টুকরা করে দিয়েছে। সে ট্রমা সেন্টারে মৃত্যুর সঙ্গে লড়ছে। অথচ বিষয়টি থানায় জানালে তারা বলে মামলা হলে দুই পক্ষের হবে। তার মানে তারা সম্পূর্ণরূপে নিক্সনের (প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান চৌধুরী নিক্সন) পক্ষে।

কাজী জাফর উল্যাহ বলেন, ‘তিনি (এসপি) লাইন নিয়েছেন ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে। কারণ ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থীরা সবাই টাকাওয়ালা। টাকা আছে যেখানে, আমাদের এসপি আছেন সেখানে। আমরা যুদ্ধ লড়াই করে মাঠে আছি। গরিব-দুঃখী মানুষ ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে প্রমাণ করবে।’

তিনি বলেন, দুদিন আগে নিক্সন চৌধুরী আমাকে উদ্দেশ্য করে বলেছে ‘চাচা নির্বাচন কেন বন্ধ করলেন? ৯০ মিনিটের খেলা। টাকা লাগে আমি দিবো।’ নিক্সন চৌধুরীর এ বক্তব্যের জবাবে কাজী জাফর উল্যাহ বলেন, ‘তাহলে বুঝতে পারেন তার দেমাগটা কোথায় চলে গেছে? সে আমাকেও টাকা দিয়ে কিনতে চায়!’

২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন, আশা করছি বর্তমান সরকারের আমলে যেভাবে ভাঙ্গার উন্নয়ন হয়েছে সেভাবে সদরপুর ও চরভদ্রাসনেরও উন্নয়ন হবে।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগ নেতা দীপক মজুমদার, আনিসুর রহমান প্রমুখ।

এন কে বি নয়ন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।