নৌকা ছেড়ে রঞ্জনের ট্রাকে এমপি নূর মোহাম্মদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনটি। এবার সেই আলোচনায় ভিন্নমাত্রা যোগ দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ। তিনি বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে সমর্থন দিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলা হরশী ঈদগাহে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় এমপি নূর মোহাম্মদ তাকে সমর্থন জানিয়েছেন বলে দাবি করেছেন বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘আমার এই সংগ্রামে গতকালকে থেকে সাথী পেয়েছি। যে আমারে বাড়াইয়া ফিডাইয়া এমপি হয়েছিল নূর মোহাম্মদ সাহেব। উনি গতকাল থেকে আমাকে সমর্থন দিয়েছে। এখন একটু শক্ত হলাম। উনি শুধু একা না। কটিয়াদী-পাকুন্দিয়া আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সবাইকে বলেছে সকল ইউনিয়নের চেয়ারম্যানদেরকে বলছে আজ থেকে নির্বাচনে আমার পক্ষে নামতে। সকল নেতারা আসবে ইনশাআল্লাহ।‘

তিনি বলেন, ‘গতকাল থেকে যে খবর আমরা পেয়েছি। হয়তো আওয়ামী লীগ মাঠে নাও থাকতে পারে। নৌকা হয়তো মাঠে...। আর আজকে থেকে শুনছি খরচ-টরস নাকি বন্ধ। এটা শুনতেছি আমি তবে জানি না।

এস কে রাসেল/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।