রাস্তায় রাস্তায় ঘুরছেন নাটোরের ডিসি-এসপি, ভোটারদের দিচ্ছেন অভয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩

রাস্তায় রাস্তায় ঘুরে জনসাধারণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন ডিসি, এসপি ও র‌্যাবের ক্যাম্প কমান্ডার। তারা জনসাধারণকে আশ্বস্ত করছেন এই বলে যে, আপনাদের ইচ্ছামতো প্রার্থীকে আপনারা ভোট দিতে পারবেন। যদি কেউ ভয়ভীতি দেখান তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা প্রশাসনের পক্ষ থেকে তৎপর রয়েছি।

তারা আরও বলছেন, নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ে পুলিশ, জেলা প্রশাসন বা ৯৯৯ নম্বরে ফোন করে জানাবেন। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেবো। জনগণের জন্য সুষ্ঠু, নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য আমাদের দরজা সবসময় খোলা রয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে এমনই দৃশ্য দেখা গেলো নাটোরে। জেলা প্রশাসক আবু নাছের ভূঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, নাটোর র্যাব কাম্পের কোম্পানি অধিনায়ক, সিনিয়র সহকারী পরিচালক সঞ্চয় কুমার সরকারসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এসময় তারা নির্বাচনের পরিবেশ নিয়ে রাস্তায় চলাচলকারী মানুষ, ব্যবসায়ীসহ নানা শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কথা বলেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা ভোটারদের বলেন, সরকারি কর্মকর্তা হলেও আমরা দেশের নাগরিক। আমরাও চাই আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে আমরা বদ্ধপরিকর।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞা বলেন, জনগণকে ভোটকেন্দ্রে যেতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা এ ধরনের পদক্ষেপ নিয়েছি।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।