ওমানে গাড়ি উল্টে বাংলাদেশি যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৭ ডিসেম্বর ২০২৩

ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রাজিব হোসেন (২৫) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ওমানের মাস্কাত শহরে এ দুর্ঘটনা ঘটে। এতে সেদেশের আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহত রাজিব হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরবালুয়া গ্রামের জনতা বাজার এলাকার মো. নূরনবীর ছেলে।

নিহতের চাচাতো ভাই মো. আরিফ হোসেন জাগো নিউজকে বলেন, জীবিকার তাগিদে দুই বছর আগে ওমানে যান রাজিব। সেখানে আরও লোকজনের সঙ্গে সমুদ্রে মাছ ধরার কাজ করতেন তিনি। মঙ্গলবার দুপুরে মাস্কাত শহর থেকে মাইক্রোবাসযোগে কয়েকজনের সঙ্গে মাছ শিকারের জন্য যাচ্ছিলেন। পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়িচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রাজিব।

জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আবুল কাশেম বলেন, রাজিব অত্যন্ত ভালো ছেলে। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।

ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।