মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর চার সমর্থককে পিটিয়ে জখম
মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের চার সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থকদের বিরুদ্ধে।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা সদরের মহাকালী ও মোল্লাকান্দি ইউনিয়নে পৃথক ঘটনায় ওই চারজনকে পিটিয়ে আহত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে মহাকালী এলাকায় কাঁচি প্রতীকের পোস্টার লাগানোর সময় একই এলাকার নৌকার সমর্থক মোহাম্মদ সজিবের নেতৃত্বে ৭-৮ জন মিলে অতর্কিতভাবে হামলা চালান। এসময় তুহিন, ফিহাজ ও মেরাজ নামের তিনজনকে পিটিয়ে আহত করা হয়।

এরআগে কাঁচি প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় দুপুর ২টার দিকে হামলার ঘটনা ঘটে। মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সেতুর সামনে আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক শওকত দেওয়ানসহ ৩-৪ জন অতর্কিত হামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রাসেল মোল্লার ওপর। তার মাথার পেছনে গুরুতর আঘাত করা হয়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান বলেন, আহতদের মধ্যে তিনজন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা সবাই কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।
আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস