সুনামগঞ্জ-২
ওসির বিরুদ্ধে নৌকার পক্ষে কাজ করার অভিযোগ সুরঞ্জিত পত্নীর
সুনামগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে। বুধবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী বর্তমান সংসদ সদস্য জয়া সেন গুপ্তা।
জয়া সেন গুপ্তা লিখিত অভিযোগে উল্লেখ করেন, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সম্প্রতি বদলি হয়ে এখানে এসেছেন। দায়িত্ব নিয়েই তিনি নানা কৌশলে জয়া সেন গুপ্তার ভোটার ও কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি ও হয়রানি করছেন। ভয়-ভীতি প্রদর্শন করছেন। নাশকতা ও পুলিশের ওপর আক্রমণকারী হিসেবে হিসেবে অভিযুক্ত করে পুলিশ এসল্ট মামলার ভয়ভীতি প্রদর্শন করছেন।
অভিযোগে তিনি বলেন, ওসি কোনো কোনো ভোটার ও কর্মীকে থানায় ডেকে নিয়ে নৌকার প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদের পক্ষে কৌশলে ভোট চাচ্ছেন। তিনি নিজেকে ওই প্রার্থী দূরসম্পর্কের আত্মীয় পরিচয় দিচ্ছেন। কোনো কোনো ভোটারকে কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন।
অভিযোগ প্রসঙ্গে জয়া সেন গুপ্তা বলেন, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছি। আশা করি বিষয়টি তারা ক্ষতিয়ে দেখবেন।
অভিযোগ অস্বীকার করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এসব সত্য নয়। একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি কারো পক্ষ নিতে পারি না। আমি শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি।
এ আসনে এবার প্রার্থী আছেন তিনজন। তিনজনই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এরমধ্যে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দুজন। অন্যজন হলেন সাবেক সচিব মিজানুর রহমান। তার প্রতীক ঈগল।
লিপসন আহমেদ/আরএইচ/এমএস