জামালপুর
আওয়ামী লীগ নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম রেজনুর প্রধান সমন্বয়কারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নূর হোসেন আবুহানী প্রমুখ।
বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুসহ স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকদের নামে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা।
উপজেলার শাহবাজপুর ইউনিয়নে কৈডোলা গ্রামের দাখিল মাদরাসা মাঠে নৌকার প্রচারণা অফিস ভাঙার অভিযোগে গত ২৮ ডিসেম্বর মামলা দায়ের করেন মো. জাকির হোসেন নামে এক সমর্থক।
মো. নাসিম উদ্দিন/ইএ