নৌকায় ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কাটার হুমকি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:৩২ এএম, ৩১ ডিসেম্বর ২০২৩

বগুড়া-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নুকে ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কেটে নেওয়ার হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। শুক্রবার (২৯ ডিসেম্বর) শাজাহানপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নৌকা মার্কার নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।

এ সময় মঞ্চে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে দলটির প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর এই বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে৷

৪ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি বলেন, ‘আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের সম্মানের আসনে বসিয়েছেন। শেখ হাসিনার মার্কায় (নৌকা) ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিবেন? ভোটার আইডি থেকে আপনার নাম আবার কর্তন হয়ে যাবে।’

এরপর তিনি সরকারের বিভিন্ন উনয়নমূলক কাজ ও পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, এই সরকার এতো কিছু করার পরেও যদি তাকে ভোট না দেন তাহলে কি আপনাদের নাম আর থাকবে? এই আসনে যিনি প্রার্থী হয়েছেন তিনি মোস্তফা আলম নান্নু, চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু নান্নুর কোনো কলঙ্ক নেই। তাই তাকে ভোট না দিয়ে কি চোর বাটপারদের ভোট দিবেন?

রোববার (৩১ ডিসেম্বর) জানতে চাইলে আসাদুর রহমান দুলু বলেন, কাউকে হুমকি দেওয়ার জন্য মন্তব্য করিনি। সরকারের উন্নয়ন তুলে ধরতেই এমনটি বলেছি৷ কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না৷

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এইরকম বক্তব্য আচরণবিধির লঙ্ঘন। এই বিষয়টি সম্পর্কে জেনেছি। খতিয়ে দেখা হচ্ছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।