নাটোরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:০৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৩

নাটোরের বড়াইগ্রামে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চারজনকে পিটিয়ে আহত করার পাশাপাশি চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কচুগাড়ী ঈদগাঁহ এলাকায় এই ঘটনা ঘটে।

বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী বলেন, নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের সমর্থক জসিম, আশরাফ, রুবেল ও শামিম কচুগাড়ী গ্রামে ইসলামী জালসা থেকে ফেরার পথে কচুগাড়ী ঈদগাঁহ এলাকায় পৌঁছালে নৌকা প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ১০ থেকে ১৫ জন সমর্থক তাদের এলোপাথারী পিটিয়ে আহত করে। এ সময় তাদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল ভাঙচুর করে চলে যায় হামলাকারীরা। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, হামলার বিষয়ে তিনি কিছু জানেন না।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে।

রেজাউল করিম রেজা/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।