স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধর, আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০১ জানুয়ারি ২০২৪
গ্রেফতার আব্দুল মতিন

বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী কেএসএম মোস্তাফিজুর রহমানের এক সমর্থককে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) ভোরে সোনাতলা থানা পুলিশ তাকে গ্রেফতারর করে।

আব্দুল মতিন ওই উপজেলার জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাহাদারা মান্নানের সমর্থক।

এর আগে রোববার দিবাগত রাতে জোড়গাছার ভেলুরপাড়া চারমাথা এলাকায় আওয়ামী লীগ নেতা মতিনের নেতৃত্ব ৭-৮ জন ঈগল মার্কার সমর্থক মো. রিজভী (৪৫) ওপরে হামলা চালায়। তাকে লাঠিসোটা দিয়ে মারধর ও মাথায় গুরুতর আঘাত করা হয়। স্থানীয়রা রিজভীকে উদ্ধার করে জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে রিজভী সেখানে চিকিৎসাধীন আছেন। মারধরের ঘটনায় দিবাগত রাতেই তার স্ত্রী মোছা. সাথী বাদী হয়ে সোনাতলা থানায় গ্রেফতার মতিনসহ ৭ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

রিজভীর স্ত্রী মোছা. সাথী মুঠোফোনে বলেন, আমার স্বামীর মাথায় ও কোমরে গুরুতর আঘাত আছে। বগুড়া থেকে তাকে রেফার্ড করে চিকিৎসকরা ঢাকায় পাঠিয়েছেন। রিজভীর অবস্থা আশংকাজনক।

বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, রিজভীর শারীরিক অবস্থা ভালো নয়। তার চিকিৎসাকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

সোনাতলা থানা পুলিশের ওসি বাবু কুমার সাহা বলেন, স্বতন্ত্র প্রার্থী সমর্থকের ওপর হামলার ঘটনায় রাতেই মামলা নিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।