গাইবান্ধায় কীটনাশক পানে ৫ শিশু হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০১ জানুয়ারি ২০২৪

গাইবান্ধার পলাশবাড়ীতে কীটনাশক পানে পাঁচ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিশুরা হলো ওই গ্রামের গোলাম আজমের ছেলে আবু বক্কর (৪), হবিবুর রহমানের ছেলে তামিম মিয়া (৩), হামিদুল ইসলামের মেয়ে মরিয়ম আক্তার (৪), হাবিল মিয়ার ছেলে নাজিম মিয়া (৪) ও জেলাল উদ্দিনের মেয়ে জাফরিন আক্তার (৩)।

এলাকাবাসী ও অসুস্থ শিশুদের পারিবারের সদস্যরা জানান, সকালে একই গ্রামের জনৈক হামিদুল ইসলাম পোকার আক্রমণ থেকে রক্ষায় তার ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ করেন। এরপর পরিত্যক্ত কীটনাশকের বোতল নিজ ঘরের বেড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। বিকেলের দিকে প্রতিবেশী পাঁচ শিশু খেলার সময় কৌতূহলবশত বোতলে আটকে থাকা অবশিষ্ট কীটনাশক আঙুল দিয়ে বের করে মুখে দেয়। এতে তারা অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা বিষয়টি টের পেয়ে তাদের
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আনিসুর রহমান বলেন, কীটনাশক পানে অসুস্থ পাঁচ শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত।

শামীম সরকার শাহীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।