শ্রমিক বিক্ষোভ

দুই ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-আরিচা মহাসড়ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০২ জানুয়ারি ২০২৪

মানিকগঞ্জে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন একটি স্পিনিং মিলের শ্রমিকরা। এসময় ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় রাইজিং স্পিনিং মিলের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আন্দোলনরত কয়েকজন শ্রমিক জানান, বর্তমান সরকার শ্রমিকবান্ধব। তবে অজ্ঞাত কারণে সরকারি নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা দিচ্ছে না রাইজিং স্পিনিং মিল কর্তৃপক্ষ। বিষয়টি একাধিকবার জানালেও কর্তৃপক্ষ উদাসীন। ফলে বাধ্য হয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছি।

এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি কারখানা কর্তৃপক্ষের। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সরকার গার্মেন্টস সেক্টরে নতুন কাঠামো করে বেতন-ভাতা দিচ্ছে। স্পিনিং মিল তার আওতাভুক্ত নয়। কিন্তু বিষয়টি না বুঝেই আন্দোলন করছে রাইজিং স্পিনিং মিলের শ্রমিকরা। এখানে কারও ইন্ধনেই অসাধু কিছু শ্রমিক অহেতুক আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি। এরপরও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করা হবে বলে জানান তিনি।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু বলেন, আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতরে পাঠানো হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বি.এম খোরশেদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।