লক্ষ্মীপুর-১

হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফেরাতে চান ঈগলের পবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:৩০ এএম, ০৩ জানুয়ারি ২০২৪

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশন (ইসি)। তবে তিনি ন্যায়বিচার পাননি জানিয়ে উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরিয়ে আনবেন বলে আশা ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) দিনগত রাতে উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই স্বতন্ত্র প্রার্থী। এ বিষয়ে তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্টও করেছেন।

ফেসবুক পোস্টে পবন লিখেন- আমি নিরপরাধী হওয়া সত্ত্বেও ন্যায়বিচার পাইনি! আমার ওপর জুলুম করা হচ্ছে..! তবে চিন্তার কোনো কারণ নেই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আছি এবং থাকবো। ইনশাআল্লাহ্ আমি শতভাগ আশাবাদী, আগামীকালের (০৩/০১/২০২৪) মধ্যে উচ্চ আদালতের মাধ্যমে আমি আমার প্রার্থিতা ফিরিয়ে নিয়ে আসবো।

তিনি বলেন, আমি রামগঞ্জের মানুষের দোয়ায় শেষ পর্যন্ত লড়ে যাবো। আমার নেতাকর্মীদের প্রতি অনুরোধ, আপনারা কেউ কারো সঙ্গে দয়া করে তর্কে জড়াবেন না। সব ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে চলুন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নির্বাচনী প্রচারণা বন্ধ রাখুন। সবার প্রতি কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।

ঈগল প্রতীকের প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রার্থী হয়েছি। তিনি যদি বলেন আমি নির্বাচন থেকে সরে যাবো। এরই মধ্যে নৌকার কর্মীরা আমার সহধর্মিনীর ওপর হামলা করেছে। আমার কর্মীদের ওপর হামলা হয়েছে। বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না৷ ডিসির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন আমার প্রার্থিতা বাতিল করেছে। আমি ন্যায়বিচার পাইনি। আমি উচ্চ আদালতে যাবো৷

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে পবন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ০১৯০৪৮৩১৮৮৪ নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অশোভন কথা বলেন। তিনি রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিনদিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়-ভীতি ও হুমকি দেন।

এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩০ ডিসেম্বর ইসি সচিব বরাবর চিঠি পাঠান সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। তদন্তে সত্যতা পাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ধারা ৯১ এর ক(২) এর বিধান অনুযায়ী লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি। মঙ্গলবার পবনের প্রার্থিতা বাতিল করা হয়।

কাজল কায়েস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।