হবিগঞ্জে নৌকার প্রার্থীকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২৪

হবিগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলীকে কারণ দর্শানোর (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে চুনারুঘাট মধ্য বাজারে রাস্তার ওপর সমাবেশ করায় তাকে এ শোকজ করা হয়।

এ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও সিনিয়র সহকারী জজ সবুজ পালের পেশকার শরিফ খন্দকার রুবেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চুনারুঘাট মধ্য বাজার প্রধান সড়কের ওপর মঞ্চ নির্মাণ করে মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী সমাবেশ করেছেন। ফলে রাস্তায় জন চলাচলে বিঘ্ন ঘটে এবং গাড়ির যানজট সৃষ্টি হয়। নির্বাচন অনুসন্ধান কমিটি প্রধান ও সিনিয়র সহকারী জজ সবুজ পাল সশরীরে হাজির হয়ে বিষয়টি দেখে তাকে শোকজ করা হয়।

Mahbu

কারণ দর্শানোর চিঠিতে উল্লেখ করা হয়, ২ জানুয়ারি চুনারুঘাট শহরের মধ্য বাজারে এ আসনের নৌকা প্রতীকের প্রার্থী প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী চুনারুঘাট মধ্য বাজারে রাস্তার উপর মঞ্চ তৈরি করে একটি নির্বাচনী সমাবেশ করেন। এ সময় আশপাশের রাস্তা পুরো বন্ধ করে দেওয়া হয়। ফলে আসামপাড়া, বাল্লা ও জগদীশপুর সড়কে যানবাহন ও জনগণের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ভঙ্গ করা হয়েছে বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রতীয়মান হয়েছে।

এ অবস্থায় আগামী ৫ জানুয়ারির মধ্যে প্রার্থী নিজে অথবা তার একজন প্রতিনিধির মাধ্যমে সশরীরে কমিটির কার্যালয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।