‘নৌকার সব হামলায় মামলায় গেলে প্রচারণার সময় থাকতো না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৫ জানুয়ারি ২০২৪

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এমএ সাত্তার নৌকার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নৌকার সমর্থকরা আমার ভোটারদেরকে কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করছে। হুমকি দিচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের কেন্দ্রে আসার পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, প্রচারণাকালে নৌকার কর্মীরা আমার লোকজনের ওপর অনেকবার হামলা করেছে। কয়েকটি ঘটনায় মামলা করেছি। রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। নৌকার কর্মীরা এতো হামলা করেছে যে মামলায় গেলে প্রচারণার সময় থাকতো না আমার।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাত্তার রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী এলাকার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামে আমার লোকজনের ওপর নৌকার কর্মীরা হামলা চালিয়েছে। এসময় আহত এক কর্মীর পিঠের রক্তাক্ত ছবি সাংবাদিকদের দেখিয়ে বলেন, এ ধরনের ঘটনা ১২-১৪ দিন ধরে ঘটছে। কতগুলো ঘটনা তা হিসাব করে রাখা হয়নি। হুমকি ধমকির অনেক ঘটনা প্রমাণ করার সুযোগ নেই বলেই মামলায় বা অভিযোগে যেতে পারিনি।

jagonews24

তিনি আরও বলেন, মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামে প্রেমঘটিত একটি ঘটনায় মারামারি হয়। সেখানে আমার কর্মীরা যাইওনি। নৌকার লোকজন আমার লোকজনকে ফাঁসানোর জন্য মামলায় জড়িয়ে দেয়। বৃহস্পতিবার আদালত আমার কর্মীদের জামিন দিয়েছেন। ভোট কেন্দ্রে ভোটারদের আনার জন্য পরিবেশ সৃষ্টি করতে যেসব ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সেসব ব্যবস্থা সঠিকভাবে নিতে অনুরোধ জানাচ্ছি। তাহলে আর কোনো সমস্যা থাকবে না।

এ ব্যাপারে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সঙ্গে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি৷

এদিন বিকেলে সুষ্ঠু পরিবেশ না থাকা ও কালো টাকার ছড়াছড়ির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন।

সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে লক্ষ্মীপুর-৩ আসন গঠিত। এ আসনে ৪ লাখ ৩ হাজার ৭৪৩ জন ভোটারের মধ্যে ২ লাখ ৯ হাজার ৯০ জন পুরুষ, ১ লাখ ৯৪ হাজার ৬৫২ জন নারী ও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। পিংকু, সাত্তার ও রাকিব ছাড়া আসনের অন্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মাহাবুবুল করিম টিপু (হাতুড়ি), তৃণমূল বিএনপির মো. নাইম হাসান (সোনালি আঁশ), বাংলাদেশ জাতীয় পার্টির আবদুর রহিম (কাঁঠাল)।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।