উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক
কক্সবাজারের উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পালংখালী এলাকার নুর হোসাইনের বসতবাড়িতে তাদের আটক করা হয়।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
আটকরা হলেন, টেকনাফের হোয়াইক্যংয়ের পূর্ব মহেশখালীয়া পাড়ার সুলতান আহমদের ছেলে শফিকুল ইসলাম ও উখিয়ার পালংখালীর গয়ালমারা এলাকার নুর হোসাইনের ছেলে আজিজুর রহমান (২১)।
র্যাব-১৫ এর ল’ অ্যান্ড মিডিয়া কর্মকর্তা আবু সালাম চৌধুরী জানান, র্যাবের কাছে খবর আসে পালংখালীর গয়ালমারা এলাকায় মাদক কারবারিরা ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ খবরে র্যাব ওই এলাকায় অভিযান চালায়।
র্যাব সদস্য ওই এলাকার নূর হোসাইনের বসতবাড়ির সামনে গেলে কারবারিরা কৌশলে পালানোর চেষ্টাকালে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেখানো মতে আজিজুর রহমানের বসতঘর থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস