সম্মানহানির ভয়ে ভোটের আগেই ক্ষমা চাইলেন লাঙ্গলের প্রার্থী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪

সম্মানহানির ভয়ে ভোটের আগেই জনগণের কাছে ক্ষমা চেয়েছেন পাবনা-৪ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী রেজাউল করিম খোকন।

শুক্রবার (৫ জানুয়ারি) তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

রেজাউল ইসলাম খোকন বলেন, আমি পাবনা-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। ভোটের ফলাফল কি হবে তা জানি না। যদি নূন্যতম ভোটও আমি না পাই আপনারা আমাকে ভুল বুঝবেন না। সম্মানহানির ভয়ে আমি আপনাদের কাছে ভোটের আগেই ক্ষমা প্রার্থনা করছি।

তিনি বলেন, ‘নির্বাচনে গণসংযোগের জন্য স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু দলীয় নিদের্শনা না পাওয়ায় নির্বাচনী কার্যক্রম বন্ধ রেখেছিলাম। আমি জাতীয় পার্টিকে ভালোবাসি। তাই দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। দলের চেয়ারম্যান জিএম কাদের স্যার এখনো মাঠে রয়েছেন। চেয়ারম্যান যতক্ষণ ভোটের মাঠে আছেন আমিও থাকবো। চেয়ারম্যানের সিদ্ধান্তের বাইরে আমি যাবো না।’

লাঙ্গল প্রতীকের প্রার্থী আরও বলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমি যেহেতু আমি প্রচার-প্রচারণা বন্ধ রেখেছিলেন এবং ভোট প্রার্থনা করতে পারিনি এজন্য এলাকার জনগণ ও দলীয় নেতাকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

জাপা প্রার্থী বলেন, ‘আমি এখনো প্রার্থিতা প্রত্যাহার করিনি। নির্বাচনে গণসংযোগ ও প্রচার-প্রচারণা না করলেও নিয়ম অনুযায়ী এখনো প্রার্থী রয়েছি। নির্বাচনের ব্যালটেও আমার প্রতীক থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক রাগিব হাসান রিজভী, ঈশ্বরদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন মালিথাসহ দলের নেতারা।

শেখ মহসীন/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।