বগুড়ায় ভোটকেন্দ্র থেকে হাতবোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪

বগুড়ার গাবতলীতে একটি ভোটকেন্দ্র থেকে দুটি অবিষ্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে দুপুরে অবিষ্ফোরিত অবস্থায় হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, ভোটারদের মনে ভীতি সৃষ্টি করতেই বোমাগুলো রাখা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।