মির্জাপুরের দুই ইউপি চেয়ারম্যানকে বিএনপি থেকে বহিষ্কার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৬ জানুয়ারি ২০২৪

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী এবং মাসুদুর রহমান মাসুদকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) দিনগতরাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।

আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী টাঙ্গাইল জেলা ওলামা দলের আহ্বায়ক, মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বানাইল ইউপি চেয়ারম্যান এবং মাসুদুর রহমান মাসুদ উপজেলা বিএনপির সদস্য ও ভাওড়া ইউপি চেয়ারম্যান।

দলীয় সূত্র জানায়, বানাইল ও ভাওড়া ইউপি চেয়ারম্যান দলীয় নির্দেশনা অমান্য করে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর পক্ষে কৌশলে ভোট প্রার্থনা করার অভিযোগ ওঠে। বিষয়টি দলীয় শৃঙ্খলা পরিপন্থী। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ দলের একাধিক নেতা গোপনে তদন্ত করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত বলে জানা যায়।

jagonews24

ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ জাগো নিউজকে জানান, গত ১৫ বছর বিএনপির কোন পদে রাখা হয়নি। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সদস্য পদ দেয়া হয়েছিলো। কি কারণে বহিষ্কার করা হয়েছে তা আমার বোধগম্য নয়।

এর আগে ২৫ ডিসেম্বর এবং ৫ জানুয়ারি কয়েকটি পত্রিকায় বানাইল ইউপি চেয়ারম্যানকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদগুলো বিএনপির কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। শুক্রবার রাতে বিএনপি থেকে তাদেরকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া একই পত্রে বিভিন্ন জেলার আরও কয়েকজন বিএনপি নেতার বহিষ্কারাদেশ রয়েছে।

এস এম এরশাদ/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।