নৌকার পথসভায় টাকা ও খাবার বিতরণ: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৬ জানুয়ারি ২০২৪

ফেনী-২ নির্বাচনী এলাকার শর্শদী ইউনিয়নের জাহানপুর এলাকায় নৌকার সমর্থনে পথসভায় নারীদের টাকা ও খাবারের প্যাকেট বিতরণ করায় জানে আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফেনী জেলা যুবলীগের সহ-সভাপতি।

ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বাদী হয়ে শুক্রবার (৫ জানুয়ারি) ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে মুহাম্মদ আশরাফুল উল্লেখ করেন, জানে আলম ভূঞা গত ২৫ ডিসেম্বর নৌকার প্রার্থী গণসংযোগ শেষে চলে যাওয়ার পর জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নৌকা প্রতীকে ভোট চেয়ে নারীদের হাতে নগদ টাকা ও অন্যান্য লোকজনের হাতে প্রার্থীর ছবি সংবলিত খাবারের প্যাকেট বিতরণ করেন। যাহা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ ও ৭৫ এর বিধান লঙ্ঘনের দায়ে উক্ত আদেশের অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ (ঙ) এর বিধান লঙ্ঘন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।