বগুড়ায় সড়কে টায়ার জ্বালিয়ে জামায়াত-শিবিরের পিকেটিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৬ জানুয়ারি ২০২৪

হরতালের প্রথম দিনে বগুড়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে শহরের চেলোপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানা যায়, সকালে বগুড়া শহরের সাতমাথা-গাবতলী সড়কের চেলোপাড়া মোড়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় সেখানে তারা টায়ার জ্বালিয়ে ও সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে বিক্ষোভ করতে থাকেন। প্রায় ২০ মিনিট নেতাকর্মীরা সেখানে অবস্থান নিলেও পুলিশ আসলে তারা সটকে পড়েন। পরে পুলিশ সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে দিলে চলাচল স্বাভাবিক করে।

অন্যদিকে সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের গোদারপাড়ায় বগুড়া পৌর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমানের নেতৃত্ব হরতালের সমর্থনে মিছিল হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জাগো নিউজকে বলেন, শহরের পরিস্থিতি স্বাভাবিক আছে। জামায়াত-শিবির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়েছে।

এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।