টাঙ্গাইলে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৪

টাঙ্গাইল পৌর শহরের ১নং ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পরিত্যক্ত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ভবনের একটি দরজা পুরোপুরি ও অপর একটি দরজার আংশিক পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক ।

jagonews24

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আনাম জাগো নিউজকে বলেন, সকালে বিদ্যালয়ের নৈশপ্রহরী অগ্নিকাণ্ডের খবর জানায়। এতে পরিত্যক্ত ভবনের দুটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরিফ উর রহমান টগর/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।