বানিয়াচংয়ে জাল ভোট, স্বতন্ত্র ও নৌকার সমর্থকদের হাতাহাতি
হবিগঞ্জ-২ আসনে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বাঁধা দিলে তাদের সঙ্গে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তখন ছবি তুলতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন।
খবর পেয়ে ওই কেন্দ্রে ছুটে যান স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান।
তিনি অভিযোগ করে বলেন, প্রিসাইডিং অফিসারের যোগসাজসে জাল ভোট দিচ্ছে নৌকার সমর্থকরা। প্রিসাইডিং অফিসার আমার এজেন্ট ও ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। একেকজন ১০/১৫টি করে ভোট দিচ্ছে।
প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম জানান, সমর্থকদের মধ্যে একটু বাকবিতন্ডা হয়েছিল। বিষয়টি মিমাংসা হয়ে গেছে। তেমন কোনো সমস্যা হয়নি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএসএম/এমএস