দুই ঘণ্টায় পড়েছে ৩০ ভোট!

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:৪৬ এএম, ০৭ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সানারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ভোটার কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই। প্রিসাইডিং কর্মকর্তার হিসাব অনুযায়ী প্রথম দু'ঘন্টায় মাত্র ৩০টি ভোট পড়েছে।

সকালে সিদ্ধিরগঞ্জের (নাসিক) ৩ নং ওয়ার্ডস্থ সানারপাড় প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এমন দেখা গেছে। এই কেন্দ্রে নারী ভোটার সংখ্যা তিন হাজার ৭৩৩ জনের।

ng-(4).jpg

নারী কেন্দ্রটিরে প্রিসাইডিং কর্মকর্তা মশিউর রহমান জাগো নিউজকে বলেন, এটা আমাদের নারী কেন্দ্র। যার কারণে ভোটার উপস্থিতি কম রয়েছে। সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টার হিসেবে ৩০টি ভোট পড়েছে। আশা করছি দুপুর নাগাদ ভোটারের উপস্থিতি বাড়বে।

নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা) আসনে সংসদ সদস্য পদে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য নৌকা প্রতীকে একেএম শামীম ওসমান, বাংলাদেশ সুপ্রীম পার্টির একতারা মার্কার সেলিম আহমেদ, জাসদের মশাল মার্কা নিয়ে ছৈয়দ হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব মার্কার গোলাম মোর্শেদ রনি, তৃণমূল বিএনপির সোনালী আঁশ মার্কার আলী হোসেন, জাকের পার্টির গোলাপ ফুল মার্কার মুরাদ হোসেন জামাল, এনপিপির আম মার্কার শহীদ উন নবী, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ার মার্কার হাবিবুর রহমান।

ng-(4).jpg

ফতুল্লার ৫টি ইউনিয়ন ও সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ২৩১টি। মোট ভোট কক্ষের সংখ্যা এক হাজার ৫৬২। এ আসনে মোট ভোটার সংখ্যা ছয় লাখ ৯৬ হাজার ১৩৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার তিন লাখ ৪৩ হাজার ৬৯২ জন ও নারী ভোটার তিন লাখ ৫২ হাজার ৪৪১ জন। এখানে উভয় লিঙ্গের ছয় জন ভোটার রয়েছেন।

রাশেদুল ইসলাম রাজু/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।