দুমকিতে জাল ভোট দেওয়ার সময় ২ কিশোর আটক
পটুয়াখালী দুমকি উপজেলায় লাঙ্গল প্রতীকে জাল ভোট দেওয়ার সময় আইন-শৃঙ্খলা বাহিনী হাতেনাতে দুই কিশোরকে আটক করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) বেলা ১১ টা সময় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৩৪ নং পশ্চিম ঝাটারা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দীপঙ্কর চন্দ্রশীল জাগো নিউজকে বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টা কালে দু'জনকে আটক করা হয়। কিশোর হওয়ায় মোবাইল কোর্টের আওতায় পড়ে না বিধায় তাদেরকে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা লাঙ্গল প্রতীকে জাল ভোট দিতে এসেছিলেন।
সহকারী রিটানিং কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, জাল ভোট দিতে আসায় দুই কিশোরকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
আব্দুস সালাম আরিফ/এনআইবি/এএসএম