টাঙ্গাইল-৫

তিন ঘণ্টা পার হলেও ভোটকেন্দ্র শূন্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে তিন ঘণ্টা পার হলেও টাঙ্গাইল-৫ (সদর) আসনের অধিকাংশ ভোটকেন্দ্র প্রায় ভোটার শূন্য দেখা গেছে।

রোববার (৭ জানুয়ারি) সাড়ে ১১ টায় টাঙ্গাইল-৫ আসনের দাইন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে, বাসাখানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, বাঘিল কৃষ্ণকুমার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রসহ বেশ কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি পাওয়া যায়নি।

আনসার সদস্যরা তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। ভোটকেন্দ্রের পোলিং অফিসারদের অলস সময় পার করতে দেখা গেছে। ভোটকেন্দ্রের বাইরেও জনসমাগম কম দেখা গেছে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার এসএম সাখাওয়াত হোসেন জাগো নিউজকে বলেন, শীতের কারণে ভোটারদের উপস্থিতি কম। হয়তো বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার সাতজন।

জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আটটি সংসদীয় আসনে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আটটি আসনে মোট ভোটার রয়েছেন ৩১ লাখ ৪৬ হাজার ৬৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ৩০৩ জন, নারী ভোটার রয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৩৪৯জন এবং ৩য় লিঙ্গের ভোটার রয়েছেন ২০ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে এক হাজার ৫৬ টি।

আরিফ উর রহমান টগর/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।