আনসারের কাঁধে ভর দিয়ে ভোট দিলেন ১১০ বছরের বৃদ্ধ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১১০ বছর বয়সী মোতালেব মূর্ধা ভোট দিয়েছেন ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা আনসারের কাঁধে ভর করে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুবই খুশি এই বৃদ্ধ।

রোববার (০৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি সকাল সাড় ১১টায় ভোট দিতে আসেন।

বৃদ্ধ মোতালেব এই ইউনিয়নের তুলাতলি গ্রামের রহিমআলী মূর্ধার ছেলে। বৃদ্ধ মোতালেব বলেন, ‘আজকে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, কেউ জোর করেনি। আমি অনেক খুশি’।

তিনি আরও বলেন, ‘আমার বয়স ১১০ বছর, আমি একা চলতে পারি না। আমার ছেলে ভোটকেন্দ্রের ভেতরে নিয়ে এসেছে। আর সেখান থেকে দুই আনসার আমাকে রুমের ভেতর নিয়ে যায় ভোট দিতে। তাদের সহযোগিতায় ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে।’

মোতালেব মূর্ধার ছেলে লতিফ মূর্ধা জানান, তার বয়স ১১০ বছর। এমনিতে বাড়ি থেকে কম বের হন। তবে আজ ভোট দিতে নিয়ে এসেছি। তিনি কানেও কম শোনেন।

এই বৃদ্ধকে সহযোগিতা করা আনসার মো. রুবেল বলেন, ‘যারা অসুস্থ তাদেরকে সহযোগিতা করে ভোটকেন্দ্রে পৌঁছে দিচ্ছি। এই মুরুব্বি ১১০ বছর বয়স তিনি চলতে পারেন না, তাই আমার কাঁধে করে নিয়ে ভোট দিতে নিয়ে এসেছি।’

১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া- রাঙ্গাবালী) আসনে মোট ২ লাখ ৯০ হাজার ৬৮৮ জন ভোটারের বিপরীতে আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় এ উপজেলা ৪ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।