বগুড়া ৬ আসনে অনেক কেন্দ্রেই নেই লাঙ্গলের এজেন্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

বগুড়ায় ৭ টি আসনে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বগুড়া-৬ (সদর) আসনে অন্তত ১০টি ভোটকেন্দ্রে ঘুরে দেখা গেছে সবগুলো কেন্দ্রেই নৌকাসহ অন্যান্য প্রার্থীর পোলিং এজেন্ট থাকলেও বুথে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার এজেন্ট নেই।

রোববার সরজমিনে দুপুর ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় (পুরুষ) ভোটকেন্দ্রে দেখা যায়, মোট ৫টি বুথে ভোট গ্রহণ চলছে। সব কেন্দ্রে নৌকার প্রার্থীসহ অন্যান্য প্রার্থীর এজেন্টরা আছেন। তবে কোনো বুথেই লাঙ্গলের প্রার্থীর এজেন্ট নেই।

গোকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ও পুরুষ কেন্দ্রে বুথ আছে ১৩টি। সেখানেও লাঙ্গলের কোনো এজেন্ট নেই।

বগুড়া শহরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজে পুরুষ ও নারী ভোটকেন্দ্রে বুথ আছে ১৭টি। এই কেন্দ্রেও নৌকাসহ অন্যান্য সব প্রার্থীর এজেন্ট আছে। তবে সেখানেও কোনো বুথেই এজেন্ট নেই লাঙ্গল মার্কার।

এ বিষয়ে জানতে চাইলে (নারী) কেন্দ্রের প্রিসাইডিং অফিসার লাবলু সরকার বলেন, ‘কেন লাঙ্গল প্রার্থীর এজেন্টরা আসেননি, তা আমি বলতে পারছি না। তবে বাকি প্রার্থীদের এজেন্ট আছেন।’

বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ভোট (পুরুষ) কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফয়সাল হোসেন বলেন, ‘লাঙ্গলের কোনো এজেন্ট কেন্দ্রে আসেননি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে।’

জাতীয় পার্টির প্রার্থী আজিজ আমহেদ রুবেল বলেন, ‘এই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের অনুসারীরা আমাকে কোনো সহযোগিতা করেননি। এজন্য অনেক কেন্দ্রেই এজেন্ট দিতে পারিনি। তবে ভোট ভালো হচ্ছে। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।’

জেএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।