নারী ইউপি সদস্যকে মারধর, নৌকার তিন সমর্থকের সাতদিনের কারাদণ্ড
মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা ভোটকেন্দ্রে ভোটারদের বাধা ও মারধরের দায়ে নৌকা সমর্থক তিনজনকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই দণ্ডাদেশ দেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাচনের ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন জানান, কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার বুলবুলি খাতুন। এ সময় নৌকা প্রতীকের সমর্থকরা তাকে বাধা দেন এবং মারধর করেন। ঘটনার সময় কেন্দ্র ও কেন্দ্রের আশপাশে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরুল ইসলাম (৬০), নিয়ামত আলী (৫২) ও ইউনুস আলী নামের তিন নৌকা সমর্থককে আটক করেন। বুলবুলি মেম্বারকে ভোট প্রদানে বাধা প্রদানের দায়ে আটক ৩ জনকে ৭ দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ডিত তিনজনকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হবে।
মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-১ আসনটিতে প্রার্থী রয়েছেন ৬ জন। আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান (ট্রাক), সাবেক এমপি জয়নাল আবেদীন (ঈগল), জাতীয় পার্টি প্রার্থী আব্দুল হামিদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী তারিকুল ইসলাম লিটন (আম) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী বাবুল জোম (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আসিফ ইকবাল/এফএ/এএসএম