কারচুপির অভিযোগ
কক্সবাজার-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জন
ভোট কারচুপি ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে কক্সবাজার-৪ (উখিয়া- টেকনাফ) আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্টো ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
ভোট গ্রহণের দিন বেলা ১টার দিকে উখিয়ায় তার নিজ অফিসে কক্ষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করে তিনি এই ঘোষণা দেন।
তিনি অভিযোগ করে বলেন, সকাল থেকে ভোট কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ চলছিল। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। পরে বেলা ১১ টার দিকে ক্ষমতাসীন দলের নেতারা আমাদের লাঙ্গল প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। ভোটারদের ভোট প্রদানে বাধা সৃষ্টি করে ভয়ভীতি দেখানো হয়েছে।
তিনি অভিযোগ করে আরও বলেন, উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও ফলিয়া পাড়া কেন্দ্রে ঝামেলা শুরু করার পর অন্যান্য প্রায় কেন্দ্রে এসব ঘটনা ঘটিয়েছেন।
পরবর্তীসময়ে এ অভিযোগগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার ও ইউএনওসহ জেলা প্রশাসনকে অবহিত করি। তবে এ বিষয়ে আমি তাদের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা পাইনি। তবে নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হবে।
এ ঘটনাগুলো আমি দলীয় চেয়ারম্যানসহ সিনিয়র নেতৃত্বকে অবগত করেছি।
লাঙ্গল প্রতীকের প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্টো এসব অভিযোগ তুলে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দেন।
সায়ীদ আলমগীর/এমএসএম/এমএস