যশোর-১

ভোটকেন্দ্রে ভারতীয় পর্যবেক্ষক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

যশোর-১ শার্শা আসনের গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন নির্বাচন পর্যবেক্ষক ও ভারতীয় ইলেকশন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি মো. ওমর।

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোট গ্রহণ শুরুর পর সকাল সাড়ে ১০টার সময় তিনি বেনাপোলের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় ভারতীয় ইলেকশন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি মো. ওমর এর সঙ্গে নাভারণ সার্কেলের এএসপি আল নাহিয়ান ও উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. জামাল হোসেন/এমএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।