টাঙ্গাইল

জালভোট নিয়ে ধাওয়াপাল্টা ধাওয়া, পোলিং অফিসার অপসারণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

টাঙ্গাইল-৮ আসনের বাসাইল উপজেলার সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকায় জালভোট দেওয়াকে কেন্দ্র করে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে নৌকার এক সমর্থক জালভোট দেওয়ার জন্য বুথে প্রবেশ করেন। এসময় গামছার সমর্থকরা তাকে ধরে ফেলে। পরে বিষয়টি তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে দু’পক্ষের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে একই এলাকার ভোটার হওয়ার পরও শাহীন আলম নামের একজনকে পোলিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়। ওই পোলিং অফিসার শাহীন নৌকার পক্ষ নিয়ে কাজ করার অভিযোগ তুলে কাদের সিদ্দিকীর গাছমা প্রতীকের সমর্থকরা। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে পোলিং অফিসার শাহীনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একজন পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের সঙ্গে লড়ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। এছাড়াও আরও চারজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরিফুর রহমান টগর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।