নির্বাচন শেষ হওয়ার আগেই এজেন্টদের সই, ছিঁড়ে ফেলা হলো রেজাল্ট শিট

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

দিনাজপুরের বিরামপুরে নির্বাচন শেষ হওয়ার আগেই কেন্দ্রের ফলাফল সিটে প্রার্থীর এজেন্টদের সই নেওয়ায় ওই ফলাফল শিট ছিঁড়ে ফেলা হয়েছে।

নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ ইমরুল মোজাকিনের উপস্থিতিতে উপজেলা নির্বাচন কমিশনার খন্দকার মোহাম্মদ আলী ফলাফল শিট ছিঁড়ে ফেলেন।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিরামপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর খাইরুল আলম ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে আছেন।

জানতে চাইলে ওই কেন্দ্রের নৌকা প্রতীকের এজেন্ট জোবায়ের হোসেন বলেন, ‘দুপুর ১২টার দিকে আমাকে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাজিরা দেওয়ার কথা বলে সই নিয়েছেন।’

ট্রাক প্রতীকের এজেন্ট মইনুল ইসলাম বলেন, ‘কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার খাইরুল আলম আমাকে বেশকিছু কাগজ দিয়ে সই দিতে বললে আমি সই দিয়েছি। তবে কাগজগুলো কোন কাজের আমি জানি না।’

এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা খাইরুল আলম বলেন, ‘নির্বাচন শেষে হলে গ্যানজাম হয়। তাই কাজ আগানোর জন্য এজেন্টদের আগেই সই নিয়েছি।’

নির্বাচন শেষ হওয়ার আগেই আপনি সই নিলেন কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিষয়টি ওভাবে ভাবিনি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী বলেন, ‘ভোট গণনার আগেই ফলাফল সিটে পোলিং এজেন্টদের সই পেয়েছি। ফলাফল সিটগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন সিট সরবরাহ করা হয়েছে।’

প্রিসাইডিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৫৬৯ জন। এদের মধ্যে নারী ভোটার এক হাজার ৭৭৬ এবং পুরুষ ভোটার এক হাজার ৭৯৩ জন। কেন্দ্রের ৯ বুথে বিভিন্ন প্রার্থীর ২০ জন এজেন্ট রয়েছেন।

মাহাবুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।