ভোট দিলেন দৃষ্টিপ্রতিবন্ধী কুলসুম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি (কলাপাড়া) পটুয়াখালী
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

পটুয়াখালীর কলাপাড়ায় ভোট দিলেন দৃষ্টিপ্রতিবন্ধী কুলসুম (৭০)। তার ছেলে আমির হোসেনের হাত ধরে ভোটকেন্দ্রে আসেন তিনি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে পটুয়াখালী-৪ আসনে কলাপাড়ার কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসা ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন কুলসুম। তিনি কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ভোট দেওয়ার অনুভূতি প্রকাশ করে দৃষ্টিপ্রতিবন্ধী কুলসুম বলেন, ‘ভোট দিয়ে খুবই ভালো লাগছে। ভোট শান্তিতেই দিছি।’

তিনি আরও বলেন, ‘আমি চোখে দেখি না। যাইতে-আসতে অনেক কষ্ট হয়। ছেলে নিয়ে আসছে। তাকে আমার পছন্দের কথা বলেছি। সে দিয়ে দিছে। চোখে দেখতে পারলে আরও ভালো লাগতো।’

ভোট দিলেন দৃষ্টিপ্রতিবন্ধী কুলসুম

কুলসুমের ছেলে আমির হোসেন বলেন, ‘ভোটকেন্দ্রের গোপন কক্ষে ঢুকে মাকে জিজ্ঞেস করেছি, আপনি কোন মার্কায় ভোট দিতে চান। তখন তিনি প্রার্থীর নাম বললে তার হাত দিয়ে ওই প্রতীকে সিল দিয়েছি।’

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মোট ভোটার দুই লাখ ৯০ হাজার ৬৮৮ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলায় চার প্লাটুন সেনাবাহিনী, দুই প্লাটুন বিজিবি, বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।