নড়াইল-২ আসন

নির্বাচন বর্জন করলেন ওয়ার্কার্স পাটির প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

নড়াইল-২ আসনে ওয়ার্কার্স মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট হাফিজুর রহমান সংসদ নির্বাচন বর্জন করলেন। রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টায় নড়াইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মলনে নির্বাচন বয়কটের ঘোষণা দেন এবং ভোট বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি মো: নওরজ মোল্যা, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক পারভেজ আলম বাচুসহ দলীয় নেতা-কর্মীরা।

মৌখিক সংবাদ সম্মলনে তিনি বলেন, ‘দুপুর ১২টা পর্যন্ত নড়াইল-২ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট সুষ্ঠু হচ্ছিল। কিন্তু এরপর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। তারা পরাজয় নিশ্চিত জেনে লক্ষীপাশা আর.এন পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নড়াইল শীবশংকর মাধ্যমিক বিদ্যালয়, ব্যানাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দিয়ে নৌকার লোকজন ব্যালট পেপার নিয়ে জোরপূর্বক সিল মারা শুরু করে।’

তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে প্রিজাইডিং অফিসাররাও তেমন কোনো ভূমিকা পালন করছে না। আমি নিজ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান এবং ভ্রাম্যমান টিমকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। নৌকার প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে নৌকার সমর্থকরা জবরদস্তিমূলকভাবে ব্যালট বাক্সে সিল মারা শুরু করেছে। এ সরকারের আমলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা আবারও প্রমাণিত হলো।’

এ বিষয় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, ‘তার অভিযোগ সত্য নয়। তিনি একটি কেন্দ্রের বিষয় আমার কাছে অভিযোগ করলে আমি সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রে ম্যাজিস্ট্রেট পাঠাই। তিনি ওয়ার্কার্স পার্টির এজেন্টকে ভোট কক্ষে দেখতে পান। ওই এজেন্টের কোনো অভিযোগ নাই। ওয়ার্কার্স পার্টি আসলে অধিকাংশ জায়গায় এজেন্ট দিতে পারেননি। সুষ্ঠু-শান্তিপ্রিয় ও চমৎকার পরিবেশে ভোট হচ্ছে বলে জানান রিটানিং কর্মকর্তা।’

নড়াইল-২ আসন (লাহাগড়া উপেজলা ও নড়াইল সদরের একাংশ) থেকে মাট ৮ জন প্রার্থী স্ব স্ব প্রতিক নিয়ে নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনানীত প্রার্থী বর্তমান এমপি মাশরাফী বিন মার্ত্তজা, ওয়ার্কার্স পার্টির অ্যাড. শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির অ্যাড. ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রটের মো. লতিফুর রহমান, স্বতন্ত্র মো. নূর ইসলাম এবং সৈয়দ ফয়জুল আমীর লিটু।

হাফিজুল নিলু /কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।