কুড়িগ্রাম-৩

জালভোট দেওয়ায় যুবকের ৫ বছর জেল, প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

কুড়িগ্রাম-৩ আসনে নৌকায় জালভোট দেওয়ার অভিযোগে মাহাতাব হোসেন রুদ্র (২২) নামের এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।

রোববার (৭ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় এ রায় দেন। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে উলিপুরের বড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট উচ্চ বিদ্যালয়ের ১১১ নম্বর কেন্দ্রে দুপুরে জালভোটের ঘটনা ঘটে। ভয়ভীতি প্রদর্শন করে উলিপুরের রামেশ্বর গ্রামের ওহিয়ার রহমানের ছেলে মাহাতাব হোসেন রুদ্র নৌকা মার্কায় জাল ভোট দিতে গেলে পুলিশ আটক তাকে করে।

খবর পয়ে তাৎক্ষণিক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন। আদালতের সামনে দোষ স্বীকার করায় মাহাতাব হোসেনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।

একইসঙ্গে ওই কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহাতাব হোসেন রুদ্র ও প্রিসাইডিং কর্মকর্তা পুলিশ হেফাজতে রয়েছেন।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।