কুড়িগ্রামে জাপা ও ওয়ার্কার্স পার্টির প্রার্থীর নির্বাচন বয়কট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাইফুর রহমান বাবলু ও স্বতন্ত্র ওয়ার্কার্স পার্টির প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছেন।

রোববার (৭ জানুয়ারি) দুপুরের দিকে সাংবাদিকদের উপস্থিতিতে এ ঘোষণা দেন প্রার্থীরা।

জাতীয় পার্টির প্রার্থী সাইফুর রহমান বলেন, ‘নির্বাচন যে প্রহসনমূলক হবে আগে জানতাম না। ভোট শুরুর পর থেকে শুরু হয় জাল ভোট। আমার ফোনে বিভিন্ন জায়গা থেকে ভোটে অনিয়মের খবর আসা শুরু হয়। আমি প্রশাসনকে জানিয়েছি। তারা ‘দেখতেছেন দেখতেছেন’ বলছেন। কিন্তু এত সেন্টার কীভাবে সামাল দেবে? এ কারণে আমি ভোট বয়কট করলাম।’

ওয়ার্কার্স পার্টির মজিবুর রহমান বঙ্গবাসী আওয়ামী লীগের প্রতি অভিযোগ এনে বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত ছিলাম ভোটে জয়ী হবো। এ কারণে আওয়ামী লীগের প্রার্থী ঢাকা থেকে আনা ছাত্রলীগের পোলাপান দিয়ে আমার নেতাকর্মীকে ধরে নিয়ে যায়। তারপরও সকাল থেকে সুষ্ঠু ভোট চলেছিল। কিন্তু দুপুরের পর জাল ভোট দেওয়া শুরু হয়। তিন উপজেলায় সবকটি সেন্টারে তারা ছিল মারে। এ কারণে আমি ভোট বর্জন করলাম।’

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরিফের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ফজলুল করিম ফারাজী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।