চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার ওদুদের জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দল ওদুদ। তিনি ৯১ হাজার ৬০৩ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন। তিনি পেয়েছেন ৮ হাজার ৫৪৩ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মোসা: তাছমিনা খাতুন। নির্বাচনে মোট ২৩.৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪৩ হাজার ২৫৬ জন। আসনটির ১৭২ ভোটকেন্দ্রের ১৭২ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

সোহান মাহমুদ/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।