দিনাজপুর-১

হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকা ডুবিয়ে ট্রাকের জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১১:৩৫ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকার প্রার্থীকে হারিয়ে ট্রাক প্রতীকের প্রার্থী জাকারিয়া জাকা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মো. জাকারিয়া পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৫১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল পেয়েছেন এক লাখ ৬ হাজার ৪৯৯ ভোট।

এছাড়াও বাংলাদেশ ওয়ার্কাস পাটির প্রার্থী আব্দুল হক হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৩৩৭ ভোট, জাতীয় পাটির প্রার্থী শাহিনুর ইসলাম নাঙ্গল প্রতীকে ৪৮৬ ভোট এবং ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রার্থী মো. জহুরুল ইসলাম আম প্রতীকে পেয়েছেন ২৮৭ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯২ হাজার ৮২৬। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৯৭ হাজার ২০৭ জন ও নারী এক লাখ ৯৫ হাজার ৬১৯ জন।

আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ২৫ হাজার ৭২৭টি। এরমধ্যে বাতিল ভোট ২ হাজার ৬০২টি। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ১২৫টি।

এএমএইচএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।