গরু চুরি করে পালানোর চেষ্টা, ২ বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৯ জানুয়ারি ২০২৪

সিরাজগঞ্জ সদর উপজেলার গরু চুরি করে পালানোর সময় ৯৯৯-এ ফোন পেয়ে দুই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জানুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার ছোনগাছা ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে গরুসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন জেলার রায়গঞ্জ উপজেলার কালিয়াবিল গ্রামের মৃত শমসের আলীর ছেলে জহুরুল ইসলাম (৬২) ও সদর উপজেলার আলমপুর গ্রামের মৃত বাহাদুরের ছেলে সানোয়ার হোসেন (৬৫)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জাগো নিউজকে জানান, গভীর রাতে গজারিয়া গ্রামের কৃষক শাহজাহান আলীর গোয়াল থেকে একটি বাছুর চুরি করে নিয়ে পালানোর সময় পাশ্ববর্তী জয়নগর গ্রামে পৌছালে স্থানীয়রা ৯৯৯ এ কল করেন। ফোন পেয়ে গরুসহ দুজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই কৃষক থানায় মামলা করেছেন। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটির বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচ থেকে ছয়টি ওয়ারেন্ট রয়েছে।

এম এ মালেক/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।