কুড়িগ্রামে বিজিবির শীতবস্ত্র পেলেন শতাধিক অসহায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০১:১৭ পিএম, ১০ জানুয়ারি ২০২৪

কুড়িগ্রামে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থ ও অসহায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সকালে বর্ডার গার্ড স্কুল মাঠে এসব শীতবস্ত্র তুলে দেন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত পরিচালক মেজর মো. মাহবুবুর রহমান ও সহকারী পরিচালক মো. ইউনুস আলী।

শীতবস্ত্র পেয়ে রাবেয়া বেওয়া নামের এক বৃদ্ধা বলেন, কয়দিন থাকি খুব ঠাণ্ডা। হামার কাপড়ও নাই। আজক্যা বিজিবির কম্বল পানু, খুব উপকার হইল মোর। দোয়া করমো আল্লাহ এমারগুলার ভাল করুক।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মুত্তাকিম বলেন, কুড়িগ্রাম অঞ্চলটি বন্যার সময় বন্যা আর শীতের সময় খুবই শীত। এ দুর্যোগপূর্ণ এলাকায় শীতের বৈরী আবহাওয়া থেকে মানুষের শীতের কষ্ট নিবারণে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।