সিরাজগঞ্জে মাদকসহ গ্রামপুলিশ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১০ জানুয়ারি ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের মিলন খাঁ (৩৪) নামে এক গ্রামপুলিশকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার একই ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। মিলন খাঁ ওই গ্রামের মৃত মজনু খাঁর ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামপুলিশকে মাদকসহ আটকের পর মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। 

এম এ মালেক/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।