পাঁচদিনের ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:২১ এএম, ১১ জানুয়ারি ২০২৪

পাঁচদিনের ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাত দেড়টার দিকে ক্যাম্প মাঝি হামিদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

সেসময় তিনি বলেন, পাঁচদিনের ব্যবধানে একই ক্যাম্পে আবার আগুনে পুড়ছে বসতি। আমরা আগুন নেভাতে কাজ করছি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তবে কী কারণে আগুন লাগে তা জানাতে পারেননি এ রোহিঙ্গা মাঝি।

আরও পড়ুন>> মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

এ বিষয়ে জানতে নিরাপত্তার দায়িত্বে থাকা শৃঙ্খলা বাহিনী বা ক্যাম্প ম্যানেজমেন্টের দায়িত্বশীলদের কল করা হলেও তারা রিসিভ করেননি।

এর আগে গত শনিবার (৬ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে একই ক্যাম্পে আগুন লেগে হাজারের অধিক বসতি পুরে ছাই হয়ে যায়।

সায়ীদ আলমগীর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।