শীতে কাঁপছে দিনাজপুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১১ জানুয়ারি ২০২৪

ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর হাড় কাঁপানো কনকনে শীতে জনজীবন কাহিল হয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুেরে। রাত থেকে শুরু করে সকাল ১০টা পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো শিশির পড়ছে। দেখা মিলছে না সূর্যের।

বৃহস্পতিবার (১১ জানয়ারি) সকাল ৯টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং বাতাসের গতি ২ নট।

এদিকে রাত ও দিনে তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দিনের চেয়ে রাতে অনেক বেশি ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। প্রচণ্ড শীতে কাজে বের হতে গিয়ে বেকায়দায় পড়ছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ।

jagonews24

বীরগঞ্জ উপজেলার ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের নন্দাই গ্রামের আজিজার রহমান (৫০) বলেন, ‘ঠান্ডায় অবস্থা কাহিল হয়ে পড়েছে। হাতে তেমন টাকা- পয়সা না থাকায় শীতের পুরোনো কাপড় কিনতে পারিনি। খুব কষ্ট করে দিন কাটাতে হচ্ছে। দিনে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছি।’

একই গ্রামের পারুল বেগম (৩৫) বলেন, ‘শীতের জন্য মাঠেও কাজ করা যাচ্ছে না। সরকার থেকে শীতের কাপড়ও দেয়নি। গরিব মানুষ এই শীতে কেমন করে বাঁচবো আল্লাহই জানে।’

ফুলবাড়ী উপজেলার চকচকা গ্রামের ফজিলা খাতুন (৪৮) বলেন, ‘বাতাস আর ঠান্ডায় হাত-পা বরফ হয়ে যাচ্ছে। গরু-ছাগল বাইরে বের করতে পারছি না। শীত, কুয়াশা আর বাতাস কাবু করে ফেলছে।’

কথা হয় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতনের সঙ্গে। তিনি বলেন, ‘উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে প্রথম দফায় ২০০ এবং দ্বিতীয় দফায় ১০০ মোট ৩০০ কম্বল বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দের কম্বলগুলো ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অসহায়-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। এরপর আর কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তবে পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

jagonews24

কাজের সন্ধানে বিরল থেকে দিনাজপুর শহরের ষষ্ঠীতলা মোড়ে এসেছেন আবুল হোসেন। তিনি বলেন, ‘শীতে কাজ নেই। তাই ফিরে যাচ্ছি।’

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকতা মীর মো. আল কামাহ তমাল বলেন, ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া চার হাজার ১৬০টি কম্বল এরইমধ্যে বিতরণ করা হয়েছে। কম্বলের আরও চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া আছে। আশা করা যায়, খুব শিগগির বরাদ্দ পাওয়া যাবে।

দিনাজপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, আজ তাপামাত্রা ৪ ডিগ্রি কমে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। শীত আরও কমে বৃষ্টি হতে পারে।

এমদাদুল হক মিলন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।