নারায়ণগঞ্জ

ট্রাকচাপায় প্রাণ গেলো চালক-হেলপারের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:৩০ পিএম, ১২ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি মালবোঝাই ট্রাক পুরিন্দার কাছে গিয়ে নষ্ট হয়ে যায়। এসময় রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক-হেলপার ট্রাকটি ঠিক করছিলেন। হঠাৎ জেটি ভেঙে ট্রাক তাদের ওপরে পড়ে ঘটনাস্থলে দুজন নিহত হন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

ভুলতা হাইওয়ে পুলিশের টিআই আশরাফ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।