জামালপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে আ.লীগ নেতার গুলি


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৪
শহীদ স্মৃতি স্তম্ভে সাংবাদিকদের শ্রদ্ধা

বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে জামালপুরে এক আ.লীগ নেতার গুলিবর্ষণের ঘটনায় জেলা শহরে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

সোমবার রাত ১২টা ০১ মিনিটের পর থেকে জামালপুর শহীদ স্মৃতি স্তম্ভে যখন শহীদদের শ্রদ্ধা জানাতে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতাকর্মীসহ হাজারো মানুষের ঢল চলছিল ঠিক সে সময় জেলা আ.লীগের যুগ্ন সম্পাদক সোহবার হোসেন বাবুল স্মৃতিস্তম্ভের পাশে মুক্তমঞ্চের সামনে দাঁড়িয়ে পরপর ৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন।

গুলির শব্দে উপস্থিত হতচকিত জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ দিনজুড়ে শহরের আলোচনার বিষয় ছিল এটি। শহরের অনেক মানুষ এটিকে ক্ষমতার দম্ভ হিসেবে দেখছেন।

এ ব্যাপারে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকাসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতা নেতা-কর্মী বলেন, শহীদদের শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে এধরণের ঘটনা অনভিপ্রেত। এটা তিনি ঠিক করেননি। এটাকে তারা ক্ষমতার দম্ভের প্রকাশ হিসেবে দেখছেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে আজ সন্ধ্যায় সোহরাব হোসেন বাবুলের মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তিনি স্থানীয় সাংবাদিকদের নিকট বিষয়টি স্বীকার করে বলেছেন, তার লাইসেন্সকৃত রিভলবার থেকে তিনি গুলিবর্ষণ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।