কক্সবাজারে আগুনে পুড়ে ছাই হলো ফার্নিচার মার্কেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪

কক্সবাজারের ঈদগাঁওতে আগুনে পুড়ে ছাই হয়েছে একটি ফার্নিচার মার্কেট। রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ঈদগাঁওর ইসলামাবাদ ডুলা ফকির বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবাইদুল হক ওবাইদু জানান, সকাল সাড়ে সাতটার দিকে বাজারের পূর্বপাশে রফিকুল ইসলামের মালিকানাধীন মার্কেটে হঠাৎ আগুন লাগে। টিন ও বাঁশের বেড়ায় তৈরি মার্কেটটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওই মার্কেটে পাঁচটি ফার্নিচারের দোকান, একটি সেলুন আগুনে পুড়ে যায়। এতে প্রায় ফার্নিচারসহ প্রায় ৪০-৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

jagonews24

তিনি আরও জানান, খবর পেয়ে ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রফিক মার্কেটের দোকান ও মালামাল পুড়ে গেলেও পাশের মার্কেটটি আগুন থেকে রক্ষা পায়। এসময় উভয়পাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরে রামুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের টিম লিডার হাসান চৌধুরী জাগো নিউজকে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে চারটি ফার্নিচার দোকান ও অন্যটি সেলুন। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা চলছে।

সায়ীদ আলমগীর/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।